হকিংয়ের মহাবিশ্ব
মহাবিশ্বের মহাসংগীত শুনেছিলেন হকিং, তাই হয়তো মৃত্যুর নিশিডাক উপেক্ষা করতে পেরেছিলেন। নয়তো ২১ বছর বয়সে যিনি দুরারোগ্য মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হন, চিকিত্সকেরা বেঁধে দেন মাত্র দুই বছর আয়ু, সেই মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে হকিং কিনা আরও পঞ্চান্ন বছর বেঁচে থাকেন, মহাবিশ্বের কোণে কোণে…